About US
AMAR IT BD সমগ্র বাংলাদেশের প্রায় সাত কোটি লোকের ব্যবহারের জন্য তৈরি করা IOT ভিত্তিক আইটি উদ্যোক্তা তৈরি করার প্লাটফর্ম । এখানে বিনা খরচে আইটি উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থানের ব্যবস্থা করার হবে। প্রতি থানায় কম পক্ষে দশ জন লোককে কর্মসংস্থান করা হবে।
তথ্য ও আইডিয়া যাতে উদ্ভোধন করার পূর্বে পাবলিক জানতে না পারে তাই কিছুটা গোপনীয় রাখা হচ্ছে। এবছরের শেষ প্রান্তে আশা করি আমরা জাতিকে এই প্রযুক্তি সেবা দিতে পারবো, ইনশাআল্লাহ।
সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।